শুক্রবার সকাল থেকে ফের ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে পড়লো মুর্শিদাবাদের সামসেরগঞ্জের শিকদারপুর গ্রাম। গঙ্গার জলস্তর বৃদ্ধির সাথে গত এক সপ্তাহে গঙ্গায় তলিয়ে গেল প্রায় দশটি বাড়ি। আজ সকাল থেকে তলিয়ে যায় দুটি বাড়ি তলিয়ে গিয়েছে প্রচুর পরিমাণে গাছপালা এবং ফাঁকা জমি। একসাইডে গঙ্গা ভাঙান হতে হতে হঠাৎ করে অন্য সাইডে ভাঙ্গন প্রবেশ করাই কার্যত বাড়িঘরের যাবতীয় আসবাবপত্র সবকিছু গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে। এলাকা জুড়ে যেন আতঙ্ক আর হাহাকার সৃষ্টি হয়েছে। গঙ্গা গর্ভে বাড়ির যাবতীয় মালামাল এবং আসবাবপত্র তলিয়ে যাওয়াই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। আশেপাশে প্রায় শতাধিক পরিবার বাড়ির শেষ আসবাবপত্র টুকু নিয়ে অন্যত্র পালানোর চেষ্টা করছেন। গঙ্গা তীরবর্তী এলাকার বাসিন্দাদের দাবি, কয়েকদিন ধরে লাগাতার জলস্তর কমলেও এই মুহূর্তে গত দুদিন থেকে ব্যাপক পরিমাণে বেড়েছে গঙ্গার জল। যেভাবে জল বাড়ছে তাতে ভাঙ্গনের আতঙ্ক আর উদ্বেগ আরো ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে।
Durga Puja 2024 IMD latest weather update: পঞ্চমী থেকেই রাজ্য জুড়ে আবহাওয়ার ম্যাজিক! বৃষ্টি হবে কি? পুজোয় বেরোনোর আগে জেনে নিন বিরাট আপডেট
বর্ষা যেন এবার শেষই হচ্ছিল না, তাই দুর্গাপুজোর আবহাওয়া নিয়ে উৎকণ্ঠাও বাড়ছিল রাজ্যবাসীর মনে। বৃষ্টিতে ভেস্তে যাবে না তো পুজো? সব জল্পনার অবসান, পুজোর আবহাওয়া নিয়ে বিরাট আপডেট দিল আবহাওয়া…
Read more