নৈনিতাল: আরজি করে চিকিত্সক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনায় সাড়া পড়ে গিয়েছে গোটা রাজ্য তথা দেশজুড়ে। তার মাঝেই ফের ধর্ষণ এবং খুনের ঘটনা। এবার নৃশংসতার বলি ৩৩ বছর বয়সী নার্স। ঘটনায় ইতিমধ্যেই এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।জানা গিয়েছে, নিহত নার্স নৈনিতালরের গদরপুর, ইসলামনগরের বাসিন্দা ছিলেন। তিনি একটি বেসরকারী হাসপাতালে কর্মরতা ছিলেন। ১১ বছরের কিশোরী কন্যাকে নিয়ে বিশালপুর কলোনীতে থাকতেন নির্যাতিতা। গত ৩১ জুলাই নিহত নার্সের বোন থানায় নিখোঁজ ডায়েরি করেন। তারপরেই খোঁজাখুঁজি শুরু করে পুলিশ।
জানা গিয়েছে, নিহত নার্স নৈনিতালরের গদরপুর, ইসলামনগরের বাসিন্দা ছিলেন। তিনি একটি বেসরকারী হাসপাতালে কর্মরতা ছিলেন। ১১ বছরের কিশোরী কন্যাকে নিয়ে বিশালপুর কলোনীতে থাকতেন নির্যাতিতা। গত ৩১ জুলাই নিহত নার্সের বোন থানায় নিখোঁজ ডায়েরি করেন। তারপরেই খোঁজাখুঁজি শুরু করে পুলিশ।
এক সপ্তাহেরও বেশি সময় পরে একটি ফাঁকা জায়গা থেকে উদ্ধার হয় নার্সের দেহ। অভিযোগ, তাঁকে প্রথমে ধর্ষণ করা হয় ও পরে শ্বাসরোধ করে খুন করা হয়। এমনকী অভিযোগ মহিলার কাছ থেকে টাকাপয়সা, গয়নাগাটি-সহ সমস্ত মূল্যবান জিনিস লুট করে নেয় দুষ্কৃতি। ইতিমধ্যেই দেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে।
মৃতার চুরি যাওয়া, সিসিটিভি ক্যামেরার ফুটেজ-সহ অন্যান্য তথ্যের ভিত্তিতে রাজস্থানের যোধপুর থেকে অভিযুক্তকে পাকড়াও করেন তদন্তকারীরা। ধৃত ব্যক্তি উত্তরপ্রদেশে শ্রমিকের কাজ করতেন।