Vinesh Phogat: শেষ আশাটাও শেষ!

প্যারিস: ফাইনালে না নামতে পারায় সোনার স্বপ্নভঙ্গ তো হয়েইছিল৷ তা-ও কোথাও মনের কোনও এক কোণে যেন লেগে ছিল রুপোর মেডেলের আশা৷ সেই আশাও শেষ হল শেষমেশ৷ গত কয়েকদিনের একটানা টানাপড়েনের পরে সিএএস অর্থাৎ, আন্তর্জাতিক ক্রীড়া আদালত জানিয়ে দিল, ৫০ কেজির ফ্রি স্টাইল কুস্তি প্রতিযোগিতায় যৌথ দ্বিতীয় স্থানাধিকারী হিসাবে রুপোর মেডেল দেওয়া যাবে না ভিনেশ ফোগাতকে৷ কুস্তিবীরের দাবি খারিজ করা হচ্ছে।

বিশ্বের এক নম্বরকে হারিয়ে অলিম্পিক্সে সোনা জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন ফোগাত৷ কিন্তু, ফাইনালে নামার দিনই হয় স্বপ্নভঙ্গ৷ মাত্র ১০০ গ্রাম বাড়তি ওজন থাকার জন্য প্রতিযোগিতা থেকে বের করে দেওয়া হয় ফোগাতকে৷ সোনা জয়ের সম্ভাবনা থাকলেও তাঁকে ফাইনালে নামার সুযোগই দেওয়া হয়নি৷ উপরন্তু, কোনও রকম rank ছাড়াই তাঁকে শেষ করতে হয় প্যারিস অলিম্পিক্সের ৫০ কেজি ফ্রি স্টাইল কুস্তির প্রতিযোগিতা৷

এরপরেই CAS এর কাছে কিউবার কুস্তিবীর তথা প্যারিস অলিম্পিক্সে সংশ্লিষ্ট বিভাগে রুপোজয়ী ইউসনেলিস গুজম্যান লোপেজের সঙ্গে যৌথ রুপোর দাবি জানান ভিনেশ৷ একটি সরকারি বিবৃতিতে, দ্য ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ) জানিয়েছিল যে, তারা এমন মুহূর্তে ভিনেশের পাশেই রয়েছে৷ ভিনেশের দাবির যাতে যথাযথ শুনানি হয়, সেই বিষয়টিও তারা নিশ্চিত করবে বলে জানায়৷

কিন্তু, শুনানি শেষেও সিদ্ধান্ত ঘোষণা বার বার পিছিয়ে দিচ্ছিল সিএএস৷ অবশেষে বুধবার হল ঘোষণা৷ Court of Arbitration for Sport (CAS) এর এদিনের সিদ্ধান্তের পরে গোটা বিষয়টি নিয়ে হতাশাপ্রকাশ করেছেন আইওএ প্রেসিডেন্ট পিটি উষা।

  • Editor RG Samachar

    Related Posts

    Anwar Ali: বিরাট শাস্তি ঘোষণা আনোয়ারের! 4 মাসের জন্য ফুটবল থেকে নির্বাসন

    Anwar Ali: দীর্ঘদিন ধরে আনোয়ার আলীর(Anwar Ali) ফুটবল ক্যারিয়ার নিয়ে টালবাহানা চলছিল। গত 2 আগস্ট এই খেলোয়াড়ের ভাগ্য নির্ধারণ হওয়ার কথা ছিল। যদিও এরইমধ্যে কেটে গিয়েছে বেশ কিছুদিন। অবশেষে মঙ্গলবার…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Exclusive

    বিশ্বজয়ের ট্রফি পাকাপাকি ভাবে থেকে গেল হরমনপ্রীত-স্মৃতির ‘হাতে’! ভারত অধিনায়কের মোমের মূর্তি বসবে জয়পুরে

    পরিচয়পত্র নেই, তাড়িয়ে দেবে! ‘এসআইআর আতঙ্কে’ এ বার আত্মহত্যা ভাঙড়ে, অভিষেকের নির্দেশে মৃতের বাড়িতে শওকত

    ‘এনআরসি আতঙ্কে’ আত্মঘাতী প্রদীপের সেই সুইসাইড নোট প্রকাশ্যে! খড়দহ থানায় দায়ের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ

    ভারতের পথে হেঁটেই এ বার পাকিস্তানের নদীর জল নিয়ন্ত্রণ করতে চায় আফগানিস্তান, বাঁধ নির্মাণের পরিকল্পনা তালিবানের

    ৪০ কোটি বছরের ‘বুড়ো’ ডুবে যাওয়া দ্বীপে লুকোনো যকের ধন! কব্জা করলে চিনকেও টেক্কা দেবে দক্ষিণ আমেরিকার দেশ

    কিডনির রোগের ঝুঁকি কমাতে চান? তিন পানীয় সেবনে ভাল থাকবে শরীরের ‘ছাঁকনি’!