গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বাংলাদেশি পরিচালক ফারুকী! আর কী জানালেন স্ত্রী?

পরিচালকের অভিনেতা স্ত্রী জানিয়েছেন, চিকিৎসকেরা ফারুকীকে সঠিক চিকিৎসা পরিষেবা দিতেই দুপুরে একযোগে আলোচনায় বসছেন।

আচমকাই অসুস্থ বাংলাদেশের খ্যাতনামী পরিচালক মোস্তাফা সারওয়ার ফারুকী। ও পার বাংলার সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ জানিয়েছে, শনিবার কক্সবাজার গিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়েন পরিচালক। পরিচালকের অভিনেত্রী স্ত্রী নুরসত ইমরোজ় তিশা সমাজমাধ্যমে লেখেন, ‘মোস্তফা সারওয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি কর্মশালায় উপস্থিত থাকাকালীন শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকায় নিয়ে আসা হয়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, অতিরিক্ত পরিশ্রম এবং কাজের চাপে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।’ আপাতত পরিচালক স্থিতিশীল, এ কথা জানান তিশা।

রবিবার সকালে অভিনেত্রী স্ত্রী জানিয়েছেন, পরিচালকের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তাঁর উপযুক্ত চিকিৎসা এবং বিশ্রামের প্রয়োজন। তাঁর স্বাস্থ্যের কথা ভেবেই রবিবার বিকেল ৩টেয় (বাংলাদেশের সময় অনুযায়ী) চিকিৎসকেরা একটি বোর্ড গঠন করে পরিচালক স্বামীর চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনা করবেন। তিনি সমাজমাধ্যমে লিখেছেন, ‘বোর্ড মিটিংয়ের পর জানানো সম্ভব হবে, তাঁদের পরবর্তী সিদ্ধান্ত কী হবে। আপনাদের প্রতি অনুরোধ, নির্ভরযোগ্য সূত্র ব্যতীত আপনারা অন্য কোনও তথ্য দেখে বিভ্রান্ত হবেন না।’

প্রসঙ্গত, শনিবার রাত সাড়ে ১০টার পর (বাংলাদেশের সময় অনুযায়ী) ফারুকীকে এয়ার অ্যাম্বুল্যান্সে কক্সবাজার থেকে ঢাকা আনা হয়। তড়িঘড়ি ভর্তি করা হয় ঢাকার প্রথম সারির হাসপাতালে। গত জানুয়ারিতে মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে ঢাকার প্রথম সারির একটি হাসপাতালে ভর্তি ছিলেন ফারুকী। দীর্ঘ সময় হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে ওঠেন তিনি।

  • rgsamachar

    Related Posts

    বিশ্বজয়ের ট্রফি পাকাপাকি ভাবে থেকে গেল হরমনপ্রীত-স্মৃতির ‘হাতে’! ভারত অধিনায়কের মোমের মূর্তি বসবে জয়পুরে

    গত রবিবার মহিলাদের এক দিনের বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। বিশ্বকাপের ট্রফি সারা জীবনের মতো নিজের ‘হাতে’ রেখে দিলেন হরমনপ্রীত কৌর এবং স্মৃতি মন্ধানা। কী করলেন তাঁরা? গত রবিবার মহিলাদের এক…

    Read more

    পরিচয়পত্র নেই, তাড়িয়ে দেবে! ‘এসআইআর আতঙ্কে’ এ বার আত্মহত্যা ভাঙড়ে, অভিষেকের নির্দেশে মৃতের বাড়িতে শওকত

    ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর নিয়ে আতঙ্কের বলি এ বার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। গলায় গামছার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক প্রৌঢ়। ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর নিয়ে…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Exclusive

    বিশ্বজয়ের ট্রফি পাকাপাকি ভাবে থেকে গেল হরমনপ্রীত-স্মৃতির ‘হাতে’! ভারত অধিনায়কের মোমের মূর্তি বসবে জয়পুরে

    পরিচয়পত্র নেই, তাড়িয়ে দেবে! ‘এসআইআর আতঙ্কে’ এ বার আত্মহত্যা ভাঙড়ে, অভিষেকের নির্দেশে মৃতের বাড়িতে শওকত

    ‘এনআরসি আতঙ্কে’ আত্মঘাতী প্রদীপের সেই সুইসাইড নোট প্রকাশ্যে! খড়দহ থানায় দায়ের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ

    ভারতের পথে হেঁটেই এ বার পাকিস্তানের নদীর জল নিয়ন্ত্রণ করতে চায় আফগানিস্তান, বাঁধ নির্মাণের পরিকল্পনা তালিবানের

    ৪০ কোটি বছরের ‘বুড়ো’ ডুবে যাওয়া দ্বীপে লুকোনো যকের ধন! কব্জা করলে চিনকেও টেক্কা দেবে দক্ষিণ আমেরিকার দেশ

    কিডনির রোগের ঝুঁকি কমাতে চান? তিন পানীয় সেবনে ভাল থাকবে শরীরের ‘ছাঁকনি’!