Sun And Ketu Conjunction: জ্যোতিষ শাস্ত্রে সূর্য ও কেতুর যুতিকে শুভ মনে করা হয় না। এই দুই গ্রহের যুতির ফলে গ্রহণ যোগ তৈরি হয়। বর্তমানে সূর্য কর্কট রাশিতে বিরাজমান। ১৬ অগস্ট সিংহ ও তার পর ১৬ সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। কন্যা রাশিতে আগে থেকেই নিষ্ঠুর গ্রহ কেতু উপস্থিত। অতএব এই রাশিতে সূর্যের গোচরের পর দুই গ্রহের যুতির ফলে তৈরি হবে গ্রহণ যোগ। তবে এই যোগের কারণে সবসময় অশুভ ফল পাওয়া যায়। বরং সেপ্টেম্বরে সূর্য ও কেতুর জুটি পাঁচ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ী। এ সময় কোন কোন রাশির জাতক লাভান্বিত হবেন জেনে নিন।

মেষ রাশি (Aries Zodiac)

সূর্য ও কেতুর যুতির ফলে মেষ রাশির জাতকরা কঠিন পরিশ্রমের ফল পাবেন। কেরিয়ারে উন্নতি হবে এই রাশির জাতকদের। কর্মক্ষেত্রে সিনিয়রদের সহযোগিতা ও প্রশংসা অর্জন করবেন। ব্যবসায় মুনাফা হবে এ সময়। আবার রোজগারের সন্ধানে রয়েছেন যে জাতকরা, তাঁরা এ সময় সুসংবাদ পাবেন।

বৃষ রাশি (Taurus Zodiac)

বৃষ রাশির জাতকদের আয় বৃদ্ধি হবে এ সময়। কাজে সাফল্য লাভ করতে পারবেন। আবার এই রাশির ছাত্রছাত্রীরা যদি উচ্চশিক্ষার জন্য কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ভরতি হওয়ার চেষ্টা করছেন, তাঁদের জন্য সময় ভালো। চাকরির সন্ধানে রয়েছেন যে বৃষ জাতক, তাঁরা এ সময় সুসংবাদ পাবেন। সামাজিক মান-প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে।

সিংহ রাশি (Leo Zodiac)

জ্যোতিষ গণনা অনুযায়ী সূর্য ও কেতুর গ্রহণ যোগ সিংহ রাশির জাতকদের জন্য খুবই ভালো। অপ্রত্যাশিত ধনলাভ করতে পারবেন এই রাশির জাতকরা। চাকরিজীবী জাতকদের পদোন্নতির পাশাপাশি আয় বৃদ্ধি হবে। আবার সিংহ রাশির ব্যবসায়ীদের জন্য় সময় ভালো। মুনাফা সম্ভব। আর্থিক পরিস্থিতি আগের চেয়েও উন্নত হবে।

বৃশ্চিক রাশি (Scorpio Zodiac)

সূর্য ও কেতুর সমসপ্তক যোগ বৃশ্চিক রাশির জাতকদের ইতিবাচক প্রমাণ প্রদান করবে। কোনও সুসংবাদ পেতে পারেন এই রাশির জাতকরা। আপনাদের সমস্ত স্বপ্নপূরণ হবে এ সময়। ভাই-বোনের সহযোগিতা লাভ করবেন। লগ্নি করে থাকলে এবার ভালো রিটার্ন পাবেন এই রাশির জাতকরা।

মকর রাশি (Capricorn Zodiac)

মকর রাশির জাতকদের জন্য সূর্য-কেতুর যুতি ভালো ফলাফল প্রদান করবে। পরিবারের সঙ্গে যাত্রায় যেতে পারেন এই রাশির জাতকরা। পেশাগত জীবনে ভালো প্রদর্শন করবেন। আর্থিক দিক দিয়ে পরিস্থিতি উন্নত হবে। অর্থলাভ সম্ভব। ভাগ্যের জোরে আপনাদের কিছু কাজ সম্পন্ন হবে।