আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ফের দেশ জুড়ে কর্মবিরতির সিদ্ধান্ত রেসিডেন্ট ডাক্তারদের। বৃহস্পতিবার দুপুরে বিবৃতি জারি করে এমনটাই জানায় আবাসিক চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন (ফোরডা)। এবার কর্মবিরতির সিদ্ধান্ত নিল দেশের মধ্যে চিকিৎসকদের সবচেয়ে বড় সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)।জানা যায়, শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত দেশজুড়ে কর্মবিরতি বা ‘Withdrawal of services’ ঘোষণা করল আইএমএ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আপৎকালীন পরিষেবা ছাড়া ওই ২৪ ঘণ্টা অন্য সবরকম পরিষেবা দেওয়া থেকে বিরত থাকবেন চিকিৎসকেরা। বুধবার রাতে আরজি কর হাসপাতালে হামলার ঘটনার প্রতিবাদে আজ আপৎকালীন বৈঠকে এই সিদ্ধান্ত-ই নিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ।
আরজি করের ঘটনায় গত শনিবার থেকেই দেশজুড়ে প্রতিবাদ-আন্দোলনে নেমেছেন বিভিন্ন সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা। আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সুবিচারের দাবিতে দেশের বিভিন্ন রাজ্যে সরব হয়েছেন চিকিৎসকদের একটা বড় অংশ। বুধবার আরজি করের নিহত মহিলা চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করতে দিল্লি থেকে বাংলায় আসেন কেন্দ্রীয় চিকিৎসক সংগঠন আইএমএ-র সভাপতি আর ভি অশোকান এবং সর্বভারতীয় সম্পাদক।
অন্যদিকে, আরজি করের ঘটনার প্রতিবাদে এবার পথে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। আগামীকাল শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা কর্মবিরতির ডাক দিলেন। দুপুর একটা থেকে তিনটে অরবিন্দ ভবনে অবস্থান-বিক্ষোভের ডাক যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির। আরজি করে হামলার প্রতিবাদে ও ডাক্তার-ছাত্রী খুনের ন্যায়বিচারের দাবিতে, ১৬ অগাস্ট শুক্রবার পূর্ণদিবস কর্মবিরতির ডাক যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির।