
সোনাই নদী থেকে সোনার বিস্কুট উদ্ধার অভিনব কায়দায় পাচারের চেষ্টা রুখলো বিএসএফ, নদীর উপর থেকে দড়ি বেঁধে প্যাকেটে বেঁধে দশটি সোনার বিস্কুট যার ওজন ১,কিলো, ১৬৭ গ্রাম নিয়ে আসছিল সীমান্তের পারে।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সরুপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েত ভারত বাংলাদেশ সীমান্তে উত্তরপাড়ার ঘটনা প্রদীপ কুমার বারুই ও গোপাল পরমান্য দুই ভারতীয় পাচারকারী বাংলাদেশ ও ভারত সীমান্তে সোনাই নদীর ওপর থেকে দড়ি নিয়ে ব্যাগে করে পাচার করার চেষ্টা করছিল ২ পাচারকারী সেই সময়। ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত রক্ষী বাহিনী সন্দেহ হয় দ্রুত গিয়ে হাতেনাতে ২ পাচারকারীকে আটক করে তাদের ব্যাগ থেকে উদ্ধার হয় দশটি সোনার বিস্কুট যার বাজার মূল্য প্রায় এক কোটি এগারো লক্ষ টাকা এদের কাছ থেকে দুটি সেলফোন উদ্ধার হয়েছে।

এদের বাড়ি হাকিমপুর উত্তর পাড়া বিএসএফ সূত্রের খবর এই সোনার বিস্কুট গুলো থাইল্যান্ড দুবাই হয়ে বাংলাদেশে নিয়ে আসা হয় সেখান থেকে ভারতীয় সীমান্তে পচারের শ্রেষ্ঠ হচ্ছিল। তারপর সীমান্ত রক্ষীর নজর পেরিয়ে এদেশে ঢোকানোর চেষ্টা করছিল এর সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের যোগ আছে কিনা সেটাও তদন্ত করে দেখছে বিএসএফ। ধূত দুই পাচারকারী সহ সোনার বিস্কুট গুলো তেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।
